৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে আজ

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এক কোটি ৫ লাখ ৫৩ হাজার ১৮৪ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ এক হাজার ২৭৯ ডোজ টিকা। 

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৪০৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১৬ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ৬৩০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৭০ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৯ হাজার ৩৫৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৯৫৯ জন। 

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ২ হাজার ৪১ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৬৯৬ জনকে।

এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন।