করোনায় মৃত্যুহীন দিন তিন বিভাগের

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন বিভাগে কেউ মারা যাননি। অতি সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবের পর দেশে দৈনিক শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা কমে আসে মধ্য আগস্ট থেকে। এরই ধারাবাহিকতায় আজ তিন বিভাগে কারও মৃত্যু হয়নি।

যদিও মহামারিকালের ১৮ মাসের মধ্যে দেশ সর্বোচ্চ মৃত্যু দেখেছে আগস্ট মাসেই। গত ৫ ও ১০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। তবে তারপর থেকে ডেল্টার তাণ্ডব কমে আসে, কমে আসতে থাকে শনাক্ত ও মৃত্যু। চলতি মাসে সেটা আরও কমে যায়।

গত তিন দিন ধরে দৈনিক শনাক্তের হার রয়েছে পাঁচ শতাংশের নিচে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন; যা গত প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৭ মে একদিনে ২২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানাচ্ছে, এই ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ জন, চট্টগ্রাম বিভাগের ছয় জন, খুলনা ও সিলেট বিভাগের তিন জন করে এবং রংপুর বিভাগের একজন ।

দেশের আট বিভাগের মধ্যে বাকি তিন বিভাগ—রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।