‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমিনবাজার সেতুর কাজ শেষ হবে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা-আরিচা মহাসড়কে দ্বিতীয় আমিনবাজার সেতুর কাজ শেষ হবে। একইসঙ্গে ২০২২ সালের জুন মাসের মধ্যে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কে বাজারের অংশগুলো ৮ লেনে এবং নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কে বাজারের অংশগুলো ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী  জানান, ২১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৩ মিটার এবং প্রস্থ প্রায় ৩৪ মিটার। এছাড়া ৮০০ মিটার সংযোগ সড়ক রয়েছে। এ সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ২৫ ভাগ এবং আমিনবাজার থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কের বাজারের অংশগুলো ৮ ও ৬ লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি শতকরা ৫৬ ভাগ।

পরিদর্শনকালে সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।