দুটি বিল পাসের সুপারিশ সংসদীয় কমিটির

বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী বিল-২০২১ পাসের সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (১২ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিল দুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর তা জাতীয় সংসদে পাশের জন্য রিপোর্ট দিতে সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক, মো. শামসুল হক টুকু, শামীম হায়দার পাটোয়ারী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার অংশগ্রহণ করেন।

বৈঠকে ডেভেলপমেন্ট বোর্ড ল রহিতকরণ বিল, ২০২১ ‑ পরে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। কমিটি সর্বসম্মতিক্রমে রিপোর্টটি গ্রহণ করে।