দেশে চলতি বছরের জুলাই মাসে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরের আগস্ট মাসে রোগী কমেছিল, সেপ্টেম্বরে সেটা আরও কমেছে। চলতি মাসেও কমতির দিকে। সর্বোপরি গত একমাস ধরেই করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। রবিবার (১৭ অক্টোবর) ভার্চুয়াল বুলেটিনে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী ভারতে গত সপ্তাহে এক হাজার ৬৮৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। প্রতি এক লাখে মৃত্যুহার ৩২ দশমিক ৭৪ শতাংশ। ইন্দোনেশিয়ায় এ সময় মারা গেছেন ২৮৮ জন, প্রতি লাখে মৃত্যুহার ৫২ শতাংশের কিছুটা বেশি। সেখানে বাংলাদেশে গত সাত দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন, প্রতি লাখে মৃত্যুহার ১৬ দশমিক ৮৪ শতাংশ।’
গত সাত দিনে মৃতের সংখ্যা এর আগের সাত দিনের তুলনায় ৩৪ শতাংশের বেশি কমে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘গত সাত দিনে সংক্রমণ পাঁচ শতাংশের নিচে, গত তিন সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণের হার কমা অব্যাহত রয়েছে। গতকাল (১৬ অক্টোবর) শনাক্তের হার নেমে আসে এক দশমিক ৮৮ শতাংশে।’
নাজমুল ইসলাম বলেন, ‘সামগ্রিকভাবে গত ৩০ দিনের করোনা পরিস্থিতি অত্যন্ত স্বস্তিদায়ক। জুলাই মাসে সবচেয়ে বেশি রোগী- তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন, আগস্টে এসে সেটি কমেছিল, সেপ্টেম্বরে আরও কমেছে। আজ পর্যন্ত (১৭ অক্টোবর) ৯ হাজার ২৬৩ জন রোগী শনাক্ত হয়েছেন।’
জেলাভিত্তিক শীর্ষ ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়, পাঁচ লাখ ২৪ হাজার ১৪৩ জন এবং পর পরই চট্টগ্রামে ৯৯ হাজার ৩৮০ জন। প্রথম ১০ জেলার মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছেন কক্সবাজারে।