পীরগঞ্জের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি গঠন 

রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তদন্ত সম্পন্ন করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে পূর্ণাঙ্গ তাদের প্রতিবেদন দাখিলের  কথা বলা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আশরাফুল আলমকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন রংপুরের জেলা প্রশাসক মনোনীত একজন প্রতিনিধি এবং জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এমএ রবিউল ইসলাম। 

অফিস আদেশে বলা হয়, বসতভিটা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। কমিটি ঘটনার প্রকৃত চিত্র উদঘাটন, মানবাধিকার লঙ্ঘনবিষয়ক তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কোনও অবহেলা ছিল কিনা, সে বিষয়ে তথ্য অনুসন্ধান করবে।

এতে আরও বলা হয়, পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়াসহ অন্যান্য কয়েকটি স্থানে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদ প্রতিবেদন মতে, গত রবিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা এ হামলা করে।