শিক্ষা আইনের কাজ সম্পন্ন, এখন কেবিনেটে যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা আইনের কাজ সম্পন্ন, এখন সেটি কেবিনেটে যাবে ‑ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষা আইন চূড়ান্ত করার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, 'আইন তৈরি একটা লম্বা প্রক্রিয়া। আমাদের কাজ সম্পন্ন করেছি। এখন এটি কেবিনেটে যাবে। কেবিনেট থেকে চূড়ান্ত ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে বা কেবিনেট কিছু অবজারভেশন দিয়ে পাস করে দিতে পারে। এরপর সেটি সংসদে যাবে। এরপরে আইনি প্রক্রিয়াটি আমাদের হাতে নয়।'