যুক্তরাজ্য থেকে অপরাধীদের ফেরত আনার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি অপরাধীদের ফেরত আনার বিষয়ে মন্ত্রী পর্যায়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার (৫ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ‍উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম।

মন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি অপরাধীদের ফেরত পাঠানোর বিষয়টি প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়নি, কিন্তু আমি এটি জিজ্ঞাসা করেছি আমার লেভেলে এবং এ পর্যন্ত এই অবস্থায় আছে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যে গত ২ নভেম্বর বৈঠক হয়।

ওই বৈঠকের আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, আমরা আইনের শাসন চাই, সুশাসন চাই এবং প্রধানমন্ত্রী সেটি প্রতিষ্ঠা করেছেন। এর একটি বড় ত্রুটি হচ্ছে তোমাদের দেশে খুনি ও অপরাধীরা পড়ে রয়েছে। তোমরা আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারো।’

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বিস্তারিত আলোচনা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ডিকসন এক অনুষ্ঠানে বলেন, ‘প্রত্যবর্তন একটি আইনি প্রক্রিয়া। অনেক নামকরা ব্যক্তি আছেন, যারা ফেরত আসুক এটি হয়তো দেশের জনগণ চায়। কিন্তু এটি ব্রিটিশ সরকারের ওপর নির্ভর করে না, কোর্টের ওপর নির্ভর করে।’

অপপ্রচার

বাংলাদেশের উন্নয়ন দেখে কিছু ব্যক্তি বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন দেখে তারা খুব অসন্তুষ্ট এবং তারা চায় না বাংলাদেশের উন্নয়ন হোক। তারা বানোয়াট তথ্য দিচ্ছে এবং প্রধানমন্ত্রী তাদের আগ্রাহ্য করতে বলেছেন।’

মিডিয়ার লোকজন পাত্তা না দিলে তারা এমনিতেই উড়ে যাবে জানিয়ে তিনি বলেন, ‘অনেক ধরনের মিথ্যা প্রচারণা হয়েছে, যেমন: শেখ হাসিনা নাকি অসুস্থ, কাজ করতে পারে না। কিন্তু আপনারা দেখেছেন আমারা কেউ উনার সঙ্গে দৌঁড়ে পারি না। এ ধরনের মিথ্যা প্রচারণা টিকবে না।’