ফেসবুক, গুগল ও অ্যামাজনের ভ্যাট যাবে কাস্টমসে

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, সার্চ জায়ান্ট গুগল ও অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন-এর কাছ থেকে পাওয়া ভ্যাট এখন থেকে এনবিআর-এর মূসক নীতির পরিবর্তে কাস্টমস ঢাকা (দক্ষিণ)-এ (কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জমা দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। তাতে বলা হয়েছে, ফেসবুক, গুগল, আমাজনসহ এ ধরনের বিদেশি প্রতিষ্ঠানের সেবার বিপরীতে উৎসে কেটে নেওয়া মূসক অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে মূসক নীতি, জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্ট বরাবর পাঠানোর জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মূসকের নির্ধারিত হিসাব বিবরণী কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ)-এ পাঠানোর পরামর্শ দেওয়া হয়।