৩৪২টি বাসের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ৩৪২টি বাস থেকে ৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রামে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনব্যাপী ৩৪২টি গণপরিবহনের মধ্যে ২৮২টি ডিজেল ও ৬১টি সিএনজিচালিত বাস ও মিনিবাসে অভিযান চালানো হয়। এ ছাড়া একই অপরাধ পুনরাবৃত্তির কারণে একটি বাসকে ডাম্পিং-এ পাঠানো হয়। এ সময় দুজনকে কারাদণ্ডও দেওয়া হয়।

ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত তদারকি করেন বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এ সময় তিনি যাত্রীদের অভিযোগ শোনেন ও সমস্যার সমাধান করেন। তার সঙ্গে ছিলেন পরিচালক (এনফোর্সমেন্ট) সরওয়ার আলম, উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিনসহ বাস, মিনিবাস মালিক সমিতির নেতারা।