প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনের দাবি

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)। সংগঠনটি থেকে দাবি করা হয় প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ৩ শতাংশ ও জাতীয় সংসদে ৫টি আসন সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি করা হয়।

বিপিইউএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি এবং দেশের সার্বিক উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ তথা জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সংরক্ষিত আসন আবশ্যক। তাদের প্রতিনিধিত্ব যত বেশি থাকবে ততই তারা সমাজের সম্পদে পরিণত হবে।

মানববন্ধনে আগত দৃষ্টি-প্রতিবন্ধী আলম দেওয়ান বলেন, ‘আজ প্রতিবন্ধীরা পিছিয়ে পড়ার এই দায় আমাদের নয়, সমাজের। কারণ অনেক গুরুত্বপূর্ণ স্থানে আমাদের প্রতিনিধি নেই। আমরা চাই সংসদে সংরক্ষিত আসনে আমাদের প্রতিনিধি দেওয়া হোক।’

মানববন্ধন থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের স্বার্থ সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত কল্পে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ প্রণয়ন করেছে। এ ছাড়াও প্রতিবন্ধীদের মৌলিক ও মানবাধিকার নিশ্চিতকল্পে ‘জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ’-এ সরকার ২০০৭ সালে স্বাক্ষর ও অনুস্বাক্ষর করেছে। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-তে’ও প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য কমানো ও তাদের প্রতিনিধিত্বের কথা উল্লেখ রয়েছে।