সাম্প্রতিক সময়ে নারীর প্রতি ক্রমাগত চলতে থাকা সহিংসতা একবিংশ শতাব্দীর উন্নয়নের দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে গণপরিবহনে, জনপরিসরেধর্ষণ-হত্যাসহ নারীর ও কন্যার প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, সাম্প্রতিক সময়ে নারীর প্রতি ক্রমাগত চলতে থাকা সহিংসতা একবিংশ শতাব্দীর উন্নয়নে দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে। নারীর প্রতি সংকটজনক এই পরিস্থিতি আমাদের নারী আন্দোলনকর্মীদের হতাশ করে, উদ্বিগ্ন করে। এসময় তিনি পরিস্থিতির উত্তরণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নারীদের জীবনকে স্থিতিশীল ও নিরাপদ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে বিশ্ববিদ্যালয়কে নারীর প্রতি সহিংসতা, যৌননিপীড়ন এবং নির্যাতন মুক্ত গড়ে তুলতে ছাত্রসমাজের নিকট আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, দেশের সরকার ব্যবস্থার সাথে সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলাফল কেবল অর্ধেক জনগোষ্ঠীর নারী সমাজের ওপর বর্তাবে এটা কোনভাবেই কাম্য নয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
মানববন্ধনে ব্র্যাক, নারীমৈত্রী এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ-এর প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমন্ডলী, পাড়া কমিটির সদস্য, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।