ঢাকাসহ সারাদেশে আবারও ভূমিকম্প

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। আজ শনিবার (২৬ নভেম্বর) বেলা ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমার সীমান্তে। এ কারণে কম্পন বেশি অনুভূত হয় চট্টগ্রামে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এই তথ্য জানায়। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৮। কেন্দ্র ছিল মিয়ানমারের হাখা শহর। কেন্দ্রটি ছিল ঢাকা থেকে পূর্ব-দক্ষিণ-পূর্বদিকে প্রায় ৩৪৭ কিলোমিটার দূরে। এ ঘটনায় চট্টগ্রামের একটি ভবন হেলে পড়ে। এ ছাড়া আর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।