শনাক্ত রোগীর ৮৪.২৭ শতাংশই ঢাকা জেলার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলারই ৫৬৮ জন। অর্থাৎ মোট শনাক্ত রোগীর ৮৪.২৭ শতাংশই ঢাকা জেলার। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের মধ্যে ঢাকা জেলার দুই জন।

সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ক্লাস্টার ট্রান্সমিশন (গুচ্ছ সংক্রমণ) হয়েছে। ঢাকায় রোগী বাড়া ওমিক্রনেরই প্রভাব।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণ প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ‘এটা ওমিক্রনের প্রভাব। বাংলাদেশে এর শুরু, এতে সন্দেহ নেই। ওমিক্রনের ক্লাস্টার ট্রান্সমিশন হচ্ছে ঢাকায়।’

অধিদফতর জানাচ্ছে, ঢাকা জেলায় ৫৬৮ জন শনাক্ত হওয়ার পাশাপাশি এ বিভাগের গাজীপুরে তিন জন; ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জে দুই জন করে এবং মানিকগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইলে শনাক্তে হয়েছেন একজন করে।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুরে শনাক্ত হয়েছেন একজন করে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন ২৩ জন। বাকি জেলাগুলোর মধ্যে চাঁদপুরে চার জন, নোয়াখালীতে তিন জন এবং কক্সবাজার ও কুমিল্লায় শনাক্ত হয়েছেন একজন করে।

রাজশাহী বিভাগের রাজশাহী ও পাবনা জেলায় শনাক্ত হয়েছেন ছয় জন করে। নওগাঁ, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে দুই জন করে এবং বগুড়ায় শনাক্ত হয়েছেন পাঁচ জন।

রংপুর বিভাগের ঠাকুরগাঁয়ে পাঁচ জন এবং লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় একজন করে শনাক্ত হয়েছেন।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ছয় জন, কুষ্টিয়ায় পাঁচ জন, যশোরে চার জন আর ঝিনাইদহে শনাক্ত হয়েছেন একজন।

বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী আর বরগুনায় শনাক্ত হয়েছেন একজন করে।

সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন সাত জন।