মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

রাজাকারদের তালিকা প্রকাশের বিধান রেখে মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে রাজাকারদের তালিকা প্রণয়ন করা সহজ হবে। এতদিন আইনে যুক্ত না থাকায় রাজাকারদের তালিকা প্রকাশে বাধা ছিল।

সোমবার (১৭ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে একটি অনুসন্ধান কমিটি করা হবে। প্রধান নির্বাচন কমিশনার হতে হলে বয়স হতে হবে ৫০ বছর। সরকারি, আধা সরকারি, বেসরকারি এবং বিচার বিভাগে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটার জন্য একটা বিধি করে দেওয়া হবে।’