রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির সহায়তা

কক্সবাজার জেলার কুতুপালং থেকে নোয়াখালী জেলার ভাসানচরে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভাসানচরের উদ্দেশে যাত্রা করে তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করেছে।

জানা গেছে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রায় ১৭০০ রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরের জন্য বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে রাতযাপন করে। সেখানে তাদের খাদ্যসামগ্রী দেওয়া হয়।

চট্টগ্রামে জহুরুল হক ঘাঁটিতে রোহিঙ্গাদের খাদ্যসামগ্রী দিয়েছে বিমান বাহিনী

২০২০ সালের ৩ ডিসেম্বর থেকে মোট ১০টি ধাপে ১৯ হাজার ৩৮৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের উদ্দেশে বিমান বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে জহুরুল হক ঘাঁটিতে তাদের রাতযাপনের ব্যবস্থা করা হয়। সেখানে একটি অস্থায়ী ক্যাম্পে তাদের পর্যাপ্ত নিরাপত্তা, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রশাসনিক সুবিধা দিয়েছে বিমান বাহিনী।