দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নারী দিবস উদযাপন

দক্ষিণ সুদানে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। দক্ষিণ সুদানের ওয়াউ প্রদেশে নিয়োজিত ব্যানব্যাট-৫ এর উদ্যোগে মঙ্গলবার (৮ মার্চ ) এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যানব্যাট-৫ এর সদস্যরা, ইউনাইটেড ন্যাশনস মিশন ইন দ্য রিপাবলিক অব সাউথ সুদান (আনমিস)-এর কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আনমিস-এ কর্মরত ও স্থানীয় নারীদের নিয়ে র‌্যালি, আলোচনাসভা ও স্থানীয় নারীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ শান্তিরক্ষীদের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

IMG-20220308-WA0038

অনুষ্ঠানে ওয়েস্টার্ন বাহার আল গাজাল-এর গভর্নর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন দক্ষিণ সুদানের জেন্ডার চাইল্ড ও সোশাল ওয়েলফেয়ার মন্ত্রী, প্রাইমারি হেলথ সার্ভিস-এর ডিজি, আনমিস-এর হেড অব অফিস, সাউথ-ওয়েস্ট সেক্টরের সেক্টর কমান্ডার, ব্যানব্যাট-৫ এর কন্টিনজেন্ট কমান্ডারসহ আনমিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা নারী-পুরুষ একত্রে ‘ব্রেকিং দ্যা বায়াস’ মন্ত্রে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ সেন্টারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দক্ষিণ সুদানের সংস্কৃতি ছাড়াও বাংলাদেশের কন্টিনজেন্টের নারী সদস্যরা বাংলাদেশের সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরেন।

উল্লেখ্য, বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ সেন্টারটি গত ২০ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উদ্বোধন করেন।