জাতীয় সংসদের অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ১৭তম দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

এর আগে গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। কোভিড-১৯ পরিস্থিতি কমে এলেও এখনও পুরোপুরি নির্মূল না হওয়ার কারণে এবারের অধিবেশনেও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। সংসদের এ অধিবেশনে অংশগ্রহণের জন্য সংসদ সদস্য (এমপি), সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় যাদের কোভিড নেগেটিভ আসবে তাদেরই কেবল অধিবেশনে অংশগ্রহণ ও সংসদ ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। খবর বাসস।