এ আর রাহমানের কনসার্টে প্রধানমন্ত্রী

বিসিবির ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট উপভোগ করতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসেছেন তিনি।

প্রধানমন্ত্রী আসার পরই পরিবেশন করা হয় জাতীয় সংগীত। 

pm

বৃষ্টিও থেমে গেছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শুরু হওয়া বৃষ্টি থামে ৭টার দিকে। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামের ওই কনসার্টে এখন এ আর রাহমানের জন্য অপেক্ষা করছেন দর্শকরা। 

276720180_2198137547010773_8581231156653910965_n

সাড়ে সাতটায় কনসার্ট শুরু হওয়ার কথা ছিল।  হুট করে নামা বৃষ্টিতে প্রায় ৪৫ মিনিট দেরি হলো। মেয়েকে নিয়ে দ্বিতীয় দফায় স্টেজ মাতাচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। 

আয়োজক সূত্রে জানা গেছে, বৃষ্টি যেহেতু থেমেছে, শিগগিরই মঞ্চে আসবেন অস্কারজয়ী সুরকার এ আর রাহমান।

ঢাকায় এ আর রাহমান, ৩ ঘণ্টায় শোনাবেন ৩৫ গান

cover ar rahman

এর আগে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা দর্শকরা ভোগান্তিতে পড়েন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ কেউ তো চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ বা ব্যাগ, কেউবা ককশিটের বাক্স মাথায় দিয়ে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করেন। 

বৃষ্টি থেমে যাওয়ায় গোল্ড আর প্লাটিনামের দর্শকরা মাঠে ঢুকছেন। তবে ফোমের চেয়ার হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে দর্শকদের। গোল্ড ক্যাটারির চেয়ার বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে গেছে। মাঠের বিভিন্ন প্রান্তে পানি জমেছে। আয়োজকরা মঞ্চ গোছানোর কাজ চালিয়ে যাচ্ছেন।