ঢাকা-ম্যানিলা সহযোগিতা বৃদ্ধি পাবে, প্রত্যাশা ফিলিপাইনের মন্ত্রীর

ফিলিপাইন এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লরডেস ও ইয়েপেরাগেরে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ফিলিপাইন দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ম্যানিলাতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং ইতোমধ্যে অর্থনৈতিক, কৃষি, যোগাযোগ, সাস্কৃতিক, বানিজ্যিক এবং শিপিং সেক্টরে সহযোগিতার ক্ষেত্র বিস্তার করেছে।

তিনি জানান, ফিলিপাইন-বাংলাদেশ ফরেন অফিস কনসালটেশন-এর পরবর্তী রাউন্ড বছরের শেষের দিকে নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে২০১৫ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে এবং রূপকল্প-২০৪১ এর বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

1

এছাড়া তিনি বাংলাদেশ ও ফিলিপাইনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন পর্যায়ে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্কের কথা তুলে ধরেন এবং এ সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।