কলকাতায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক

পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রাক্কালে সোমবার (১৮ এপ্রিল) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার থেকে শুরু হওয়া দুদিনের ব্যবসায়িক ইভেন্টে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা গেছে, টিপু মুনশি ও মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।

বাণিজ্যমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাত্মক সমর্থনের কথা উল্লেখ করেন।

দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য সুবিধার জন্য সীমান্তে অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা, পাট ও চামড়া খাতে বিনিয়োগের জন্য একসঙ্গে কাজ করার পাশাপাশি সীমান্তে হাট স্থাপনের সম্ভাবনাও বৈঠকে উঠে আসে।

জানা গেছে, বৃহস্পতিবার টিপু মুনশি ভারত সফরের সময় মিজোরামের শিল্পমন্ত্রীর আমন্ত্রণে রাজ্যটি সফর করবেন।