প্রধানমন্ত্রী সাশ্রয়ী হতে বলেছেন: পরিকল্পনামন্ত্রী

বিশ্ববাজারে খাদ্যসহ সবধরনের পণ্যের দাম বাড়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে কৃচ্ছ্র সাধন ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী অপচয় রোধ করার পরামর্শ দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দেশের সাধারণ মানুষকে কৃচ্ছ্র সাধন ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, অর্থ ব্যয়ে সাশ্রয়ী ও পরিতিমিতিবোধ দেখাতে হবে, অপচয় করা যাবে না।’

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সরকারপ্রধানের তরফ থেকে এ নির্দেশনা আসে। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বিস্তারিত জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকারি-বেসরকারি সব খাতে সব বিষয়ে সাশ্রয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ-পানি থেকে শুরু করে কোনও খাতে অপচয় করা যাবে না। প্রধানমন্ত্রী ভ্রমণের বিষয়ে নির্বাহী আদেশ দিয়েছেন। ‍সুতরাং সব বিষয়ে সাশ্রীয় হতে হবে। অহেতুক সম্পদ নষ্ট করবেন না।’

সরকারের শীর্ষ পর্যায় থেকে কৃচ্ছ্রতা সাধনের এই পরামর্শে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই বার্তা ভয়ের কোনও কারণে নয়। আমরা সঠিক পথেই আছি। অন্যান্য দেশের সঙ্গে আমাদের তুলনা নয়। তবে নিজের ঘর সামলানো অনেক বেশি দরকার, সেটাই বলেছেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও অগ্রাধিকারের কথা বলেছেন জানিয়ে মান্নান বলেন, ‘কোন প্রকল্প দেশ ও জনগণের জন্য আগে প্রয়োজন, সেটা আগে আনতে বলেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন, বাড়াবাড়ি না করার, ঘরে-বাইরে সরকারের ভেতরে অপচয় বন্ধ করার।’