আসাম থেকে রবিবার ঢাকায় ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী

ভারতের আসামে দুই দিন সফর শেষে রবিবার (৩০ মে) ঢাকায় ফিরে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত শুক্রবার নদী কনফারেন্সে যোগ দিতে তিনি ভারতের গৌহাটি যান।

গৌগাটি থেকে তার দিল্লি যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠকে অংশগ্রহণের জন্য। কিন্তু গৌহাটিতে নদী কনফারেন্সের সাইডলাইনে জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরে জেসিসি পিছিয়ে দেওয়া হয়।

তবে নদী কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে কার্যকরী নদীভিত্তিক সম্পর্কের জন্য টেকসই এবং অর্থবহ সহযোগিতার ওপর জোর দেন।

পানি বণ্টন এবং অববাহিকা-ভিত্তিক নদী ব্যবস্থাপনা টেকসই নদীর জন্য প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

ড. মোমেন বলেন, ভারতীয় পণ্য আনা-নেওয়ার জন্য বাংলাদেশের চিটাগং ও মোংলা বন্দর ব্যবহার চুক্তি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি উদাহারণ।

পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানান।