রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে জাপান এ সংক্রান্ত একটি প্রস্তাব জমা দিয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বিমান বন্দরের সার্বিক কার্যক্রমে গতি ও নিরাপত্তা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় মন্ত্রী ঢাকা-টোকিও বিমান চলাচলে গুরুত্বারোপ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তুলে ধরেন।
বিমানমন্ত্রী বাংলাদেশে আরও বেশি পরিমাণে জাপানি পর্যটক ভ্রমণের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ বুদ্ধিস্ট সার্কিট সম্মেলন আয়োজন করেছে। বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রাচীন নিদর্শনসহ প্রায় ৫০০ স্থাপনা আছে। যা জাপানিদের আকৃষ্ট করতে পারে।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে রাষ্ট্রদূত জানান।
রাশেদ খান মেনন বাংলাদেশের পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে আরও অধিক জাপানি বিনিয়োগের আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন পার্টনার জাপান। জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) বাংলাদেশের যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বহু সেক্টরে বিনিয়োগ করছে। পর্যটন শিল্পকেও তারা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।
/সিএ/এমএনএইচ/