জাহাজের আয়ে কর দিতে হবে না ৮ বছর

সমুদ্রগামী জাহাজ শিল্প থেকে অর্জিত আয়কে ‘সেবা রফতানির’ মর্যাদা দেওয়ার পাশাপাশি এ আয়কে আট বছর করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশি পতাকাবাহী জাহাজের আয় বৈদেশিক মুদ্রায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আনলে ২০৩০ সাল পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আধুনিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পণ্যের পাশাপাশি সেবা রফতানিকে প্রাধান্য দিতে হবে। এ উদ্যোগের অংশ হিসেবে সেবা রফতানিকে রফতানি হিসেবে সংজ্ঞায়িত করার প্রস্তাব করছি। এসব প্রস্তাব গৃহীত হলে সেবা রফতানি খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনে একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।