চালু হলো ঢাকা-কলকাতা ও ঢাকা-আগরতলা সরাসরি বাস সার্ভিস

করোনা মহামারির কারণে ২ বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো বাংলাদেশ ভারত সরাসরি বাস সার্ভিস। আগরতলা-আখাউড়া এবং হরিদাসপুর-বেনাপোল হয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাস পরিষেবা আজ শুক্রবার (১০ জুন) থেকে চালু হয়েছে।

সকালে মতিঝিলের কমলাপুর বাস ডিপো থেকে ছেড়ে যায় আন্তর্জাতিক রুটের ২টি বাস।

এ সময় এর উদ্বোধন করেন বিআরটিসি'র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামলী এন আর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রাকেশ ঘোষসহ বিআরটিসি বিভিন্ন কর্মকর্তারা।

বাস সার্ভিস উদ্বোধনের পর বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে বাংলাদেশ ভারতের সাথে পর্যটন ভিসা পরিষেবা বন্ধ ছিল। দুই বছর বন্ধ থাকার পর আজ আবার শুরু হচ্ছে দু'দেশের মধ্যে সরাসরি বাস চলাচল। বাসগুলো কলকাতা এবং আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পর্যায়ক্রমে অন্যান্য যেসব রুট রয়েছে সেসব রুটেও চালু হবে আন্তর্জাতিক বাস পরিষেবা।

শ্যামলী এন আর পরিবহন এবং বিআরটিসির পরিচালনায় বাসগুলো সরাসরি ভারতের কলকাতা এবং আগরতলা যাবে। বাংলাদেশের যশোরের বেনাপোল-হরিদাসপুর বর্ডার হয়ে কলকাতায় ঢুকবে বাস। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ত্রিপুরার আগরতলায় যাবে।

কর্তৃপক্ষ জানায়, এই বাস পরিষেবা দুই দেশের জনগণের মধ্যে বন্ধন বাড়াতে সহায়তা করবে। এটি দুটি দেশের মধ্যে সাশ্রয়ী মূল্যের জনকেন্দ্রিক সংযোগ বাড়াতে একটি বড় পদক্ষেপ এবং ভারত ও বাংলাদেশে ভ্রমণের একটি জনপ্রিয় মাধ্যম।

ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর যথাসময়ে আইসিপি ডাউকি-তামাবিলের মাধ্যমে বাস পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়।

দীর্ঘদিন পর ভারতের সাথে সরাসরি বাস সার্ভিস চালু হওয়ায় অনেকটাই স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এ সময় তারা বলেন, সরাসরি বাস চালু হওয়ার কারণে যারা কম মূল্যে এবং সাশ্রয়ী মূল্যে কলকাতা ও আগরতলা যাচ্ছেন তাদের জন্য অনেকটাই ভালো হয়েছে। বর্ডারে গিয়ে গাড়ি পরিবর্তন করতে হচ্ছে না এবং সময়ও কম লাগবে।

দীর্ঘদিন পর বাস চালু হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্যামলী এন আর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রাকেশ ঘোষ বলেন, আন্তর্জাতিক দুটি রুটে বাস চলাচল শুরু হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক বাস চালু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।