জ্বালানি তেলের দাম নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৫ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত হলে আমরা জানাবো।’ তিনি বলেন, ‘সরকারের দৃষ্টি হচ্ছে—যেন সাধারণ মানুষের কষ্ট কম হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশি বাড়লে, তাদের (জনগণ) ওপর কিছুটা চাপাতে হয়। নইলে সরকারই বহন করবে।’

সম্প্রতি পুঁজিবাজারের ওঠানামা প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, বিষয়টি খুবই স্বাভাবিক নিয়ম। তবে এটি ভালোভাবে চলুক সেটি আমাদের সবার চাহিদা।

আ হ ম মুস্তফা কামাল বলেন, শেয়ার বাজার নিয়ে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন হবে। বাজেট যেটি ঘোষণা করলাম—সেটির বাস্তবায়ন কার্যক্রম এখনও শুরু হয়নি। এটি বাস্তবায়ন শুরু হবে আরও পরে। আমি মনে করি, পুরো বাজেটে পুঁজিবাজারের অনেক কিছু আছে। আমাদের অর্থনীতি অনেক ভালোভাবে চলছে। প্রত্যেকটি ধারায় আমরা বিশ্বের সঙ্গে তুলনা করলে অনেক ভালো আছি।’