‘শক্তিশালী বিরোধী দল ছাড়া জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করা যায় না’

শক্তিশালী বিরোধী দল ছাড়া একটা জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করা যায় না উল্লেখ করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, জাতীয় সংসদ এখন মহাজোটের জাতীয় কার্যালয় হয়ে গেছে। জনপ্রশাসন এখন আওয়ামী প্রশাসন হয়েছে। কোনও কাজ হচ্ছে না। সারাক্ষণ পলিটিক্যাল কাজ নিয়ে তারা ব্যস্ত।

রবিবার (২৬ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নিয়ে তিনি এ কথা বলেন।

জেলায় দুজন ডিসি নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে হারুন বলেন, একজন হবেন ডিসি এডমিন আর একজন হবেন ডিসি পলিটিক্যাল।

তিনি বলেন, এই বাজেট ব্যাপক ঋণনির্ভর। ৪০ শতাংশ আসবে দেশি-বিদেশি ঋণ থেকে। এর মধ্যে এক লাখ ১২ হাজার কোটি টাকা বিদেশি ঋণ। বাজেট আবার বৈদেশিক ঋণনির্ভর বাজেটের দিকে ধাবিত হচ্ছে।

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানিয়ে হারুন বলেন, এই সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না। এটি কার্যকর করতে হলে আইন সংশোধন করতে হবে। এই প্রস্তাব প্রত্যাহার করতেই হবে।

শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে হারুন বলেন, প্রাথমিক শিক্ষার অবস্থা খারাপ। শিক্ষক সংকটের কারণে ৩০ শতাংশ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম নেই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার অবস্থা ভয়াবহ। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন।