গভর্নিং বডির মনোনয়ন সংক্রান্ত রুলের আপিল দ্রুত নিষ্পত্তি চায় সংসদীয় কমিটি

শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে সংসদ-সদস্যদের মনোনয়ন না দেওয়ার বিষয়ে হাইকোর্টের রুলের বিরুদ্ধে আপিলের দ্রুত নিষ্পত্তি চায় সংসদীয় কমিটি। আপিলের দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং আরমা দত্ত।

দেশের দুই হাজার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়।

কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত সম্পন্নসহ নির্মাণাধীন/মেরামতধীন শিক্ষা প্রতিষ্ঠানের কাজ তদারকি করার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রণালয়কে এ বিষয়ে মনিটরিং এর কার্যক্রম জোরদার করার জন্য সুপারিশ করে।