জাতীয় শোক দিবসের কর্মসূচি চূড়ান্ত করেছে তথ্য মন্ত্রণালয়

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা করেছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি গণমাধ্যম এবং জনসাধারণের কাছে তুলে ধরা, বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার, দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ এবং দেশে-বিদেশে বিতরণসহ ব্যাপক কর্মপ্রস্তুতি সভায় চূড়ান্ত করা হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতরগুলোর সভা’য় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

সভায় সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনের পরিচালনায় মন্ত্রণালয় সংশিষ্ট সব দফতরপ্রধানরা সভায় উপস্থিত ছিলেন।