সংসদের ১৯তম অধিবেশন ২৮ আগস্ট

চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ২৮ আগস্ট (রবিবার) শুরু হবে। ওইদিন অধিবেশন শুরু হবে বিকাল পাঁচটায়।

বৃহস্পতিবার (১১ আগস্ট)  রাষ্ট্রপতির মো. আব্দুল হামিদ এই সংসদ আহবান করেছেন।

সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহবানের বাধ্যবাধকতা রয়েছে।

এর আগে, ৩০ জুন জাতীয় সংসদের ১৮তম ও বাজেট অধিবেশন শেষ হয়।