‌‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই সোনার বাংলা হতো দেশ’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দেশ অনেক আগেই সোনার বাংলায় রূপান্তরিত হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। তিনি বলেন, ‌‘যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, যারা এ দেশের শত্রু; তারা রাতের অন্ধকারে আমাদের স্বপ্নদ্রষ্টাকে নির্মমভাবে হত্যা করেছে।’

সোমবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‌‘জাতির জনককে সপরিবারে হত্যার পরও শুধু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তেই শেখ হাসিনা এ দেশে পদার্পণ করেছিলেন।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশবিরোধী ষড়যন্ত্র এখনও চলছে মন্তব্য করে তাদের ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দিবসটি উপলক্ষে ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের সংসদ সদস্য নবাবগঞ্জ ও দোহার উপজেলায় খাবার বিতরণ ও বঙ্গবন্ধু প্রতিকৃতি শ্রদ্ধা জানান।

সালমান এফ রহমান বলেন, ‘আমি প্রায়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাই। যখনই যাই, তখনই দেখি প্রধানমন্ত্রী কোনও না কোনও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। একদিন প্রধানমন্ত্রী আমাকে বলেন, আমি যখনই সরকারিভাবে কোনও নতুন কাজের উদ্যোগ নিই, তখনই দেখি আমার আব্বা কাজটি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, যা সরকারিভাবে রেকর্ড রয়েছে। আমি শুধু আব্বার পরিকল্পনা বাস্তবায়ন করছি।’

স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যে পরিকল্পনা করেছিলেন সে অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন সালমান এফ রহমান।

এছাড়া শোক দিবস উপলক্ষে নবাবগঞ্জে তার নিজস্ব তহবিল থেকে ৬২ জনকে ১০ হাজার এবং যুব উন্নয়নের পক্ষ থেকে ২৬ জনের কর্মসংস্থানের ৪০ হাজার টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

পরে সালমান এফ রহমান দোহার উপজেলা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মানুষের মাঝে খাবার বিতরণ করেন।