মাহফুজ আনামকে গ্রেফতারের দাবি সংসদে

ইনসেটে মাহফুজ আনামইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে গ্রেফতার ও তার পত্রিকা ডেইলি স্টার বন্ধের দাবি উঠেছে সংসদে। রবিবার মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকার দলের একাধিক সংসদ সদস্য এ দাবি তোলেন।

তারা বলেন, ওয়ান-ইলেভেনের সময় মাহফুজ আনাম সেই সময়ের সেনা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) দেওয়া মিথ্যা ও ভিত্তিহীন তথ্য তার পত্রিকায় ছাপিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের ক্ষেত্র তৈরি করেছিলেন।

ক্ষমতাসীন দলের সদস্যদের মধ্যে ব্যারিস্টার ফজলে নূর তাপস, ওয়ারেসাদ হোসেন বেলাল, আবু সাইদ আল মাহমুদ স্বপন প্রমুখ মাহফুজ আনামকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের সরবরাহকৃত ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করাকে নিজের সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল বলে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বলেছেন মাহফুজ আনাম। এরই প্রেক্ষিতে সমালোচনার ঝড় ওঠে চারিদিকে।

/এআর/এজে