ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার চেষ্টা করবে বাংলাদেশ

ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি সহযোগিতার সম্পর্ক তৈরির চেষ্টা করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে বিষয়টি আলোচিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (২৯ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, ‘জ্বালানি ক্ষেত্রে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। সুতরাং তাদের যদি কোনও উদ্বৃত্ত থাকে এবং আমরা যদি দীর্ঘমেয়াদে কিছু করতে পারি, তা নিয়ে আমাদের নিশ্চয়ই চেষ্টা থাকবে।’

‘তবে এটি নির্ভর করবে তাদের (ভারতের) কতটুকু উদ্বৃত্ত আছে সেটার ওপর’। এমনটা জানিয়ে তিনি বলেন, ‘তাদের নিজস্ব চাহিদা ও যোগান পরিস্থিতি রয়েছে। সেটি কতটুকু ভালো, তাও দেখতে হবে। কিন্তু আমরা যেহেতু একটু সমস্যায় রয়েছি, আশা করছি এ ব্যাপারেও তাদের সহযোগিতা পাওয়া যেতে পারে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘জ্বালানির ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ রয়েছে। আমরা সবগুলোই চালু রাখতে চাই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যদি উদ্বৃত্ত থাকে তবে, সেখান থেকেও আমরা আনার ব্যবস্থা করতে পারি। এজন্য গ্রিড বা কানেক্টিভিটির প্রয়োজন হবে। এগুলো হঠাৎ করে হবে না। আগে যদি একটি রাজনৈতিক বোঝাপড়া থাকে, তাহলে এটি করা সম্ভব হবে। এ ধরনের সফর রাজনৈতিক বোঝাপড়া বাড়াতে সবসময় ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি।’

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাবেন। এর আগে গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন।