বিজয়ার সিঁদুর খেলা (ফটো স্টোরি)

দেবী দুর্গাকে বিদায় জানাতে হবে, তাই বেদনার ছায়া ভক্তদের মনে। তবে এরমধ্যেও আছে হাসিমুখে মা-কে বিদায় জানানোর চেষ্টা। বিজয়া দশমীর দিনে ভক্তরা তাই মেতেছেন সিঁদুর খেলায়।সিঁদুর খেলা (ছবি: নাসিরুল ইসলাম)

দুর্গাপূজায় সবশেষ রীতিটি হচ্ছে ‘দেবী বরণ’। এটি শুরু হয় বিবাহিত নারীদের সিঁদুর খেলার মাধ্যমে। বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নিজ নিজ কপালে সিঁদুর লাগান এবং সেই সিঁদুরের কিছু অংশ দিয়ে দেবীর চরণ স্পর্শ করে থাকেন। তারপর সবাই মিলে একে অপরকে সিঁদুর মাখেন।সিঁদুর খেলা (ছবি: নাসিরুল ইসলাম)দেবী দুর্গা আগামী বছর আবার সঙ্গে করে শাঁখা-সিঁদুর নিয়ে আসবেন এবং সেই শাঁখা-সিঁদুর ধারণ করেই স্বামীর মঙ্গল হবে এই বিশ্বাসে ভক্তরা সিঁদুর নিয়ে দশমী উদযাপন করেন। এই উৎসবের নামই সিঁদুর খেলা।সিঁদুর খেলা (ছবি: নাসিরুল ইসলাম)

তবে শুধু বিবাহিত নারীদের মধ্যেই এই আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ নয়। এদিন সবাই মণ্ডপে ভিড় করেন। নেচে-গেয়ে এতে অংশ নেন। অবিবাহিত নারীরাও গালে আর হাতে মাখেন সিঁদুর।সিঁদুর খেলা (ছবি: নাসিরুল ইসলাম)

সিঁদুর খেলা (ছবি: নাসিরুল ইসলাম)

সিঁদুর খেলা (ছবি: নাসিরুল ইসলাম)

সিঁদুর খেলা (ছবি: নাসিরুল ইসলাম)

দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি (ছবি: সাজ্জাদ হোসেন)

 

সিঁদুর খেলা (ছবি: সাজ্জাদ হোসেন)

দেবী দুর্গাকে বিদায়ের প্রস্তুতি (ছবি: সাজ্জাদ হোসেন)