X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশে একসময় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে পূজা করতে হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৫:৪২আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৬:২৬

সারা দেশে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব উদযাপিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সারা বাংলাদেশে হাজার হাজার পূজামণ্ডপ হয়েছে। সবাই শান্তিপূর্ণভাবে পূজা করতে পারছেন। অথচ এই দেশে একসময় এমনও ঘটনা ঘটেছিল যে, মণ্ডপে পূজা না করে ঘরে বসেই পূজা করতে হয়েছে।’

রবিবার (২২ অক্টোবর) রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে দুপুরে ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সব ধর্ম-বর্ণের সমান অধিকার নিশ্চিত করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে ধর্ম নিরপেক্ষ অর্থা‌ৎ সব ধর্মের মানুষ যার যার ধর্ম সে সে পালন করবে সেটা নিশ্চিত করেছেন। কিন্তু ৭৫-এ জাতির পিতাকে হত‌্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে দিয়েছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে আবার ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছি। সব ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ বিশ্বে এমন একটি দেশ, যেখানে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করে থাকি। এটাই বাংলাদেশের সব থেকে সৌন্দর্য। এখন সারা বাংলাদেশে হাজার হাজার পূজামণ্ডপ হয়েছে এবং আপনারা শান্তিপূর্ণভাবে পূজা করতে পারছেন। অথচ এই দেশে একসময় এমনও ঘটনা ঘটেছিল যে, মণ্ডপে পূজা না করে শুধু ঘরে বসেই পূজা করতে হয়েছে। সেই এরশাদের (সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ) আমলে, খালেদা জিয়ার (সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া) আমলে এমন বহু ঘটনা ঘটেছে। কিন্তু আমরা আওয়ামী লীগ নেতারা সব সময় একসঙ্গে কাজ করি। আপনাদের পাশে সবসময় আছি।’

দেবী ভক্তদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘পূজামণ্ডপের নিরাপত্তার জন‌্য আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যার যার অবস্থান থেকে সবরকমের শান্তি বজায় রাখতে কাজ করতে।’

দেশে খাদ‌্যের কোনও অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, যদিও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ স‌্যাংশন কাউন্টার স‌্যাংশনের ফলে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। বিশ্বব‌্যাপী প্রচন্ত খাদ‌্যমন্দা।‌ বাংলাদেশও একই ধাক্কা সামাল দিতে হচ্ছে। আমরা আমাদের সাধ‌্যমতো চেষ্টা করে যাচ্ছি।

সনাতন ধর্মাবলম্বীদের ‍উদ্দেশ করে তিনি বলেন, ‘এই দেশ সবার। আপনারা কখনও নিজেদের ছোট মনে করবেন না। সবসময় মনে করবেন এই মাটি আপনাদের। এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন। এখানে আপনারা সকল অধিকার নিয়েই বসবাস করবেন। আমরা ক্ষমতায় থাকতে সেই নিশ্চিয়তা আমরা দিয়ে থাকি এবং পাশে আমরা থাকবো। আমরা চাই দেশ এগিয়ে যাক। সবাই সুন্দরভাবে বসবাস করুন।’

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব: দুদক চেয়ারম্যান
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
সর্বশেষ খবর
ব্যাংক থেকে ডলার কেনাবেচায় সব ধরনের মাশুল নিষিদ্ধ
ব্যাংক থেকে ডলার কেনাবেচায় সব ধরনের মাশুল নিষিদ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র বহিষ্কার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র বহিষ্কার
তিন উপদেষ্টাকে বিদায় করুন, আপনি কি চান নির্বাচনের জন্য যমুনামুখী লংমার্চ করুক জনগণ
প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাউদ্দিনতিন উপদেষ্টাকে বিদায় করুন, আপনি কি চান নির্বাচনের জন্য যমুনামুখী লংমার্চ করুক জনগণ
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, ২ কিশোর নিহত
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, ২ কিশোর নিহত
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার