৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

সরকার ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৌদি আরামকো থেকে ১৬ লাখ টন আর সংযুক্ত আরব আমিরাত থেকে বাকি ৩৮ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। জিটুজি ভিত্তিতে কেনা হবে এসব জ্বালানি তেল।।

বুধবার (১৯ অক্টোবর) সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার সাংবাদিকদের জানান, দেশের চাহিদা মেটাতেই এ তেল আমদানি করা হচ্ছে। তেলের লিটারপ্রতি মূল্য কত হবে, তা জানাননি অতিরিক্ত সচিব। ২০২৩ সালে এ তেল কেনা হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে জ্বালানি তেলের চাহিদা বছরে ৬৮ লাখ টন। এর মধ্যে ১৫ লাখ টন পরিশোধিত। অবশিষ্ট তেল অপরিশোধিত হিসেবে আমদানি করা হয়।