জানুয়ারিতে ঢাকা আসছেন আইএমএফ কর্মকর্তা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকায় আসছেন।  ১২ থেকে ১৩ জানুয়ারি তার আসার সম্ভাবনা রয়েছে। আইএমএফ  সম্প্রতি এ তথ্য জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অ্যান্তইনেত মনসিও সায়েহের সাক্ষাতের অনুমতিও চেয়েছে আইএমএফ। দুই দিনের সফরে ঢাকায় এসে আইএমএফ  কর্মকর্তা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করবেন বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়।

মন্ত্রণালয়ের সূত্রমতে, বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত  বৈঠকগুলোতে অংশ নেওয়ার আগে সংশ্লিষ্ট খাতের তথ্য চেয়েছে আইএমএফ। সরকারি দফতরগুলোও তথ্য দিয়েছে। আইএমএফের দল তথ্য জানতে চেয়েছে, আর বাংলাদেশের দল জবাব দিয়েছে, এভাবেই হয়েছে সব বৈঠক। জানা গেছে, আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারি বসবে আইএমএফের পর্ষদ বৈঠক। আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত সায়েহ বাংলাদেশ সফর করে চলে যাওয়ার পরই বাংলাদেশের ঋণ প্রস্তাব উঠবে পর্ষদে। পর্ষদে প্রস্তাবটি তারই উত্থাপন করার সম্ভাবনা রয়েছে।

পর্ষদে ঋণ প্রস্তাব তোলার আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের যৌথ সইয়ে চুক্তির একটি খসড়া যাবে আইএমএফের প্রধান কার্যালয়ে।