ঢাকায় নামতে না পেরে ৯টি ফ্লাইট গেলো কলকাতা-মিয়ানমারে

গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। রবিবার (৮ জানুয়ারি) মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আটটি ফ্লাইট। পরে সেগুলো চলে গেছে ভারতের কলকাতায়। একটি ফ্লাইট গেছে মিয়ানমোরে। এর বাইরে অন্য বেশকটি ফ্লাইটের  উড্ডয়ন ও অবতরণের সময়সূচি পিছিয়ে গেছে নির্ধারিত সময় থেকে। ফলে যাত্রীদের যেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে, একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

জানা গেছে, কুয়াশার কারণে রানওয়ের দেখতে না পাওয়ার কারণে বিমান চলাচল বিঘ্ন ঘটছে। সালাম এয়ার, কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, জাজিরা এয়ারওয়েজ, গালফ এয়ার,  বিমান বাংলাদেশ এয়ারলাইন, মালিন্দোর ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় চলে যায়। এয়ার এশিয়া ফ্লাইট চলে মিয়ানমারে। এছাড়া, ওমান এয়ার, বিমান  বাংলাদেশ এয়ারলাইন, এমিরেটস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন, হিমালয় এয়ারলাইন, ফ্লাইট দুবাইয়ের ফ্লাইট কুয়াশার কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।

হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন,  কুয়াশার কারণে ঢাকায় কিছু ফ্লাইট অবতরণ করতে না পেরে কলকাতা, মিয়ানমারে গেছে। কিছু ফ্লাইটের সময় সূচি পরিবর্তিত হয়েছে।