রেলওয়ের ১১ উপ-প্রকল্পে চার পরামর্শক প্রতিষ্ঠান

বাংলাদেশ রেলওয়ের ১১টি উপ-প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নে চারটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। যৌথভাবে এ চারটি পরামর্শক প্রতিষ্ঠান হচ্ছে—জাপানের ওসিজি, ফ্রান্সের ইজিআইএস, মালয়েশিয়ার এইচএসএস এবং বাংলাদেশের সুদেব কনসাল্ট ইন্টারন্যাশনাল লিমিটেড।

বুধবার (১১ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভাশেষে এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানিয়েছেন, এ জন্য সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১৯৩ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫০৬ টাকা। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে এসব উপ-প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ১১টি উপ-প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের জন্য ‘টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফর রেলওয়ে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।