রেলের অব্যবহৃত জমিতে কৃষিকাজের নির্দেশ

রেলের অব্যবহৃত জমি কৃষিকাজে ব্যবহারের নির্দেশ দিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই নির্দেশনা দেন।ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসকরা (ছবি: ফোকাস বাংলা)

তিনি বলেন, দেশের সব জেলা রেল সংযোগের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। এ বছর কক্সবাজার পর্যন্ত যাবে রেলপথ। সব রেললাইন পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তর করা হবে।

এসময় মন্ত্রী সব জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে ডিসিদের সহযোগিতা চান। ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতেও তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। বিশেষ করে বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি।

এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেলপথ এবং পদ্মার ওপারে ভাঙ্গা পর্যন্ত রেলপথ স্থাপন করতে চায় সরকার। এক্ষেত্রেও ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী।