অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন বাড়ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদীভাঙন কমানো যাচ্ছে না, এটা বাড়ছে। নদীভাঙন রোধে এটা বড় একটা সংকট ও বাধা। এটা বন্ধ করার বিষয়ে জেলা প্রশাসকদের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা বন্ধ করার জন্য কাজ করতে হবে।’

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্দিষ্ট জায়গা থেকে বালু উত্তোলন করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে উপস্থিত আছেন ৬৪ জেলার ডিসি ও আট বিভাগীয় কমিশনার। সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত হয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট সচিব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান ডিসিদের এটা শেষ সম্মেলন।