X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনে প্রতি সপ্তাহে বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মার্চ ২০২৪, ১৫:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৮:১২

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতি মাসে, প্রয়োজনে প্রতি সপ্তাহেই বাজার মনিটরিং করতে জেলা প্রশাসকদের (ডিসি) বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  

মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।  প্রতিমাসে এবং প্রয়োজন হলে প্রতি সপ্তাহেই বাজার মনিটরিং করে। যাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে বিষয়ে অনুরোধ করা হয়েছে।’ 

আইন-শৃঙ্খলা নিয়ে ডিসিদের পক্ষ থেকে তেমন কোনও প্রস্তাব আসেনি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের কিছু ছোট ছোট পয়েন্ট যেমন— মাদকদ্রব্য নিয়ে কথা বলেছেন; জেলখানায় কয়েদিদের আরও একটু ভালো খাবার দেওয়ার কথা বলেছেন; অচল বন্দিদের কীভাবে আরও একটু ছাড় দেওয়া যায় কিনা এসব বিষয়ে কথা বলেছেন ডিসিরা। এছাড়া ভার্চুয়াল কোর্ট যেটা করোনার সময় চালু করা হয়েছিল, সেটা বাংলাদেশের সব জায়গায় চালু করা যায় কিনা; বিশেষ করে জঙ্গিদের আনা-নেওয়া রিস্ক থাকে। এই ধরনের কয়েদিদের ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করা যায় কিনা সেটা নিয়ে তারা বলেছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সারা বাংলাদেশে চালু করা যায় কিনা সেটা দেখবো বলে জানিয়েছি।‘ 

তিনি বলেন, ‘সচিবরা জেলা পর্যায়ের কোর কমিটির প্রতি মাসে একটি সভা করার নির্দেশনা দিয়েছেন। যাতে সকলের সঙ্গে একটি সুসম্পর্ক থাকে এবং কোনও অসুবিধা হলে সেগুলো যেন দ্রুত সমাধান করতে পারেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাজ করছে। তারপরও কিছু ছোট ছোট মাদকদ্রব্য যা চোখে দেখা যায় না, বা দৃশ্যমান কোনও কিছু দিয়ে পরিবহন করা হয় না। যেমন ইয়াবা, এলএসডি; মানুষ যদি না জানে এগুলো কীভাবে পরিবহন করে, তা বুঝতে পারবে না। এসমস্ত ড্রাগ ব্যবহার রোধে জেলা প্রশাসকদের সামাজিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাদকের ব্যবহার রোধ করছি। আমরা তামাকের, ধুমপানের বিরুদ্ধে কথা বলছি না।’

তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন, কেউ প্রকাশ্যে ধুমপান করে না। ধুপমান করলে কেউ আড়ালে আবডালে করে। আমরা সে জায়গাগুলোতে কাজ করার জন্য ডিসিদের বলেছি।’

নদীপথে যত্রতত্র বালু উত্তোলন না করার বিষয়েও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের পাশে নিরাপত্তা বাহিনীর লোকজন থাকবে। যখন আপনাদের প্রয়োজন হবে তখন নিরাপত্তা বাহিনী তারা আপনার পাশে থাকবে।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড