X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনে প্রতি সপ্তাহে বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মার্চ ২০২৪, ১৫:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৮:১২

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতি মাসে, প্রয়োজনে প্রতি সপ্তাহেই বাজার মনিটরিং করতে জেলা প্রশাসকদের (ডিসি) বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  

মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।  প্রতিমাসে এবং প্রয়োজন হলে প্রতি সপ্তাহেই বাজার মনিটরিং করে। যাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে বিষয়ে অনুরোধ করা হয়েছে।’ 

আইন-শৃঙ্খলা নিয়ে ডিসিদের পক্ষ থেকে তেমন কোনও প্রস্তাব আসেনি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের কিছু ছোট ছোট পয়েন্ট যেমন— মাদকদ্রব্য নিয়ে কথা বলেছেন; জেলখানায় কয়েদিদের আরও একটু ভালো খাবার দেওয়ার কথা বলেছেন; অচল বন্দিদের কীভাবে আরও একটু ছাড় দেওয়া যায় কিনা এসব বিষয়ে কথা বলেছেন ডিসিরা। এছাড়া ভার্চুয়াল কোর্ট যেটা করোনার সময় চালু করা হয়েছিল, সেটা বাংলাদেশের সব জায়গায় চালু করা যায় কিনা; বিশেষ করে জঙ্গিদের আনা-নেওয়া রিস্ক থাকে। এই ধরনের কয়েদিদের ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করা যায় কিনা সেটা নিয়ে তারা বলেছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সারা বাংলাদেশে চালু করা যায় কিনা সেটা দেখবো বলে জানিয়েছি।‘ 

তিনি বলেন, ‘সচিবরা জেলা পর্যায়ের কোর কমিটির প্রতি মাসে একটি সভা করার নির্দেশনা দিয়েছেন। যাতে সকলের সঙ্গে একটি সুসম্পর্ক থাকে এবং কোনও অসুবিধা হলে সেগুলো যেন দ্রুত সমাধান করতে পারেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাজ করছে। তারপরও কিছু ছোট ছোট মাদকদ্রব্য যা চোখে দেখা যায় না, বা দৃশ্যমান কোনও কিছু দিয়ে পরিবহন করা হয় না। যেমন ইয়াবা, এলএসডি; মানুষ যদি না জানে এগুলো কীভাবে পরিবহন করে, তা বুঝতে পারবে না। এসমস্ত ড্রাগ ব্যবহার রোধে জেলা প্রশাসকদের সামাজিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাদকের ব্যবহার রোধ করছি। আমরা তামাকের, ধুমপানের বিরুদ্ধে কথা বলছি না।’

তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন, কেউ প্রকাশ্যে ধুমপান করে না। ধুপমান করলে কেউ আড়ালে আবডালে করে। আমরা সে জায়গাগুলোতে কাজ করার জন্য ডিসিদের বলেছি।’

নদীপথে যত্রতত্র বালু উত্তোলন না করার বিষয়েও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের পাশে নিরাপত্তা বাহিনীর লোকজন থাকবে। যখন আপনাদের প্রয়োজন হবে তখন নিরাপত্তা বাহিনী তারা আপনার পাশে থাকবে।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত
সিলেটের ডিসির প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান সাবেক মেয়র আরিফুলের
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল