ছোট দুই ভাইকে খুনের দায়ে বড় ভাইয়ের ফাঁসির আদেশ

চট্টগ্রামে আপন ছোট দুই ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত হওয়ায় অন্য একটি ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবি-উজ-জামান এই রায় দেন। ফাঁসির দণ্ড পাওয়া ওই আসামির নাম আবুল কালাম আজাদ (৫৫)।

আদালতের অতিরিক্ত পিপি সমীর দাশগুপ্ত জানান, আসামির উপস্থিতিতেই মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়।  

প্রসঙ্গত, ২০১৩ সালের ২২ জুলাই রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে দিদার মঞ্জিল এলাকায় কাজী বাড়ির আবুল কালাম আজাদ তার ছোট দুই ভাই আবু সুফিয়ান আজাদ (৪৮) ও আবু মোর্শেদ আজাদকে (৩৫) কুপিয়ে মারাত্মক আহত করে। পরে ওইদিনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ ঘটনায় সুফিয়ানের স্ত্রী ইসমত আরা নাসরিন থানায় মামলা করেন। আসামি আবুল কালাম আজাদ দীর্ঘদিন পলাতক থাকলেও পরে পুলিশের কাছে ধরা পড়েন। ২০১৩ সালের ৩ অগাস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।

/এসএম/এসটি/