ব্যারিস্টার রফিকসহ ৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে





ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ারাজধানীর পল্টন থানার এক নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে দু’টি চার্জশিট দাখিল করা হয়েছে।

আদালতের জিআর শাখায় মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম ও এসআই মিজানুর রহমান বিস্ফোরক ও দণ্ডবিধির ধারায় দু’টি চার্জশিট দাখিল করেন।
আদালত সূত্রে জানা যায়, আগামি ৬ মার্চ চার্জশিট দু’টি আদালতে গৃহিত হবে ।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ওজয়নাল আবদীন ফারুক।


চার্জশিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ২৬ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানার বঙ্গবন্ধু এভিনিউয়ের রূপালী ব্যাংকের সামনে ৬ নাম্বার রুটের বাসে (ঢাকা মেট্টো-ব-১৪-১৫৪৬)  অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় বাসের চালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
টিএইছ/এপিএইচ/