গঠিত হলো জাতীয় পেনশন কর্তৃপক্ষ

জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার। দেশের সর্বস্তরের জনগণকে পেনশন কাঠামোর অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ কমিশন গঠন করা হয়েছে। সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর ৪(১) ধারা অনুযায়ী গঠন করা হয়েছে এ কর্তৃপক্ষ।

রবিবার (১২ফেব্রুয়ারি) এ কর্তৃপক্ষ গঠন করা হলেও সোমবার (১৩ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে চলতি বছরের ২৪ জানুয়ারি জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস হয়। এর মাধ্যমে ৬০ বছর পর আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন নাগরিকরা। এই সুবিধা পেতে ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী নাগরিকদের নির্ধারিত হারে চাঁদা দিতে হবে।

এছাড়া বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্বরাও এই আইনের আওতায় নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা পরিশোধ করে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে স্কিমে অংশগ্রহণের তারিখ থেকে নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা প্রদান শেষে তিনি যে বয়সে উপনীত হবেন, সে বয়স থেকে আজীবন পেনশন প্রাপ্য হবেন। আজীবন বলতে পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত বিবেচনা করা হয়েছে।