এডিপির বরাদ্দ কমেছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের (২০২২-২৩) জন‌্য দুই লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন  হয়েছে। এরমধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন হবে ৭৪ হাজার ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরে মূল এডিপিতে বরাদ্দ দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা থেকে ১৮ হাজার ৫শ’ কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগরে এনইসি’র সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘সংশোধিত এডিপিতে দুই লাখ ২৭ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে না। এডিপিতে নিজস্ব অর্থায়নের এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা অপরিবর্তিত থাকছে। তবে বিদেশি সহায়তা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কম বরাদ্দ দেওয়া হচ্ছে। তাতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে সাড়ে ৭৪ হাজার কোটি টাকায়। বর্তমানে এডিপিতে এক হাজার ৩৬৩টি প্রকল্প আছে।

পরিকল্পনা কমিশনের সংবাদ বিজ্ঞপ্তির তথ‌্য অনুযায়ী, সংশোধিত এডিপিতে পরিবহন ও যোগাযোগ সেক্টরে প্রায় ৬১ হাজার ৮১০ কোটি টাকা (২৭.১৬ শতাংশ), বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে প্রায় ৩৮ হাজার ৩১৭ কোটি টাকা (১৬.৮৪ শতাংশ), গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি সেক্টরে প্রায় ২৫ হাজার ৯৩৯ কোটি টাকা (১১.৪০ শতাংশ), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সেক্টরে প্রায় ২০ হাজার ২৩১ কোটি (৮.৮৯ শতাংশ), শিক্ষা সেক্টরে প্রায় ১৮ হাজার ৪৩১ কোটি টাকা (৮.১০ শতাংশ), স্বাস্থ্য সেক্টরে প্রায় ১২ হাজার ৭৪৫ কোটি (৫.৬০ শতাংশ)। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকা (৫.৫ শতাংশ), কৃষি সেক্টরে প্রায় ৯ হাজার ৩৯৪ কোটি টাকা (৪.১৩ শতাংশ), শিল্প ও অর্থনৈতিক সেবা: প্রায় ৪ হাজার ৬৮৯ কোটি টাকা (২.০৬ শতাংশ), ধর্ম, সংস্কৃতি ও বিনোদন সেক্টরে প্রায় ৪ হাজার ২৭১ কোটি টাকা (১.৮৮ শতাংশ) বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দের ১০টি মন্ত্রণালয়/বিভাগ হচ্ছে:

১. পরিবহন ও যোগাযোগ: প্রায় ৬১ হাজার ৮১০ কোটি টাকা (২৭.১৬ %)।

২. বিদ্যুৎ ও জ্বালানি: প্রায় ৩৮ হাজার ৩১৭ কোটি টাকা (১৬.৮৪ %)।

৩. গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি: প্রায় ২৫ হাজার ৯৩৯ কোটি টাকা (১১.৪০ %)।

৪. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: প্রায় ২০ হাজার ২৩১ কোটি (৮.৮৯ %)।

৫. শিক্ষা: প্রায় ১৮ হাজার ৪৩১ কোটি টাকা (৮.১০ %)।

৬. স্বাস্থ্য: প্রায় ১২ হাজার ৭৪৫ কোটি (৫.৬০ %)।

৭. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকা (৫.৫৪ %)।

৮. কৃষি: প্রায় ৯ হাজার ৩৯৪ কোটি টাকা (৪.১৩ %)।

৯. শিল্প ও অর্থনৈতিক সেবা: প্রায় ৪ হাজার ৬৮৯ কোটি টাকা (২.০৬ %)।

১০. ধর্ম, সংস্কৃতি ও বিনোদন: প্রায় ৪ হাজার ২৭১ কোটি টাকা (১.৮৮ %)।