জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জি-২০ দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দিল্লিতে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ আহ্বান জানান আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য ধনীদেশগুলো অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল সেটি পূরণের জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় তহবিল জোগানেরও অনুরোধ করেন তিনি।

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে এই অঞ্চলে রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ এবং এ কারণে উদ্ভূত মূল্যস্ফীতি, বাণিজ্য বাধা ও সাপ্লাই চেইনে সমস্যার কথা তুলে ধরেন।