জামায়াতে ইসলামী সভা-সমাবেশ করলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এমনটা মনে করছে না সরকার। আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ সরকারের হাতে রয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথা বলেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব, সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর ওপর যে হামলা হয়েছে তা দুঃখজনক মন্তব্য করে মোজাম্মেল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিষয়টি তদন্ত করতে। অস্ত্র হাতে যারা প্রকাশ্যে মাঠে নামছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কিছু গুজব ছড়ানো হয়, যা সরকারের জন্য এলার্মিং। দেশে এ ধরনের প্রতিষ্ঠানের (সোশ্যাল মিডিয়া) কোনও অফিস না থাকার কারণে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এজন্য বিভিন্ন সময় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।