সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ আর নেই

এনামুল হক মোস্তফা শহীদসাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ আর নেই। বৃহস্পতিবার  দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
এনামুল হক মোস্তফা শহীদ  কিডনি, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বিকাল সাড়ে চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে লাশ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। শুক্রবার হবিগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোস্তফা শহীদের মৃত্যুতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মন্ত্রীরা শোক প্রকাশ করেছেন।
এনামুল হক মোস্তফা শহীদের জন্ম ১৯৩৮ সালে। তিনি ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচন, ৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে পরবর্তী পাঁচ বছর তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এপিএইচ/